"zone name","placement name","placement id","code (direct link)" dailyde.com,SocialBar_1,18124462,""
Home / Helath News / অবশেষে প্রকাশ্যে এলো রিজওয়ানের বালিশ প্রেমের আসল রহস্য

অবশেষে প্রকাশ্যে এলো রিজওয়ানের বালিশ প্রেমের আসল রহস্য

ব্যস্ত বিশ্বকাপ মিশন শেষে দম ফেলার সুযোগ পায়নি পাকিস্তান ক্রিকেট দল৷ বিশ্বকাপ মিশন শেষেই উঠে বসতে হয়েছে বাংলাদেশের বিমানে৷
তিনটি টি-টোয়েন্টি ও ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান৷

আর পাকিস্তান দলের দুবাই ছাড়ার সময়কার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে৷ পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা মোহাম্মদ রিজওয়ান।

বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত খেলে প্রশংসা কুঁড়িয়েছেন।বিশ্বকাপ অভিযান শেষে পাকিস্তান দলের গন্তব্য এবার বাংলাদেশ। টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান।

দলের সঙ্গে এসেছেন রিজওয়ান। সঙ্গে করে নিয়ে এসেছেন তাঁর প্রিয় বালিশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান।

তবে মাঠের চার-ছক্কার মুন্সিয়ানার চেয়েও তিনি বেশি আলোচনায় খেলার প্রতি পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তবে বাংলাদেশে এসে আবারও লাইমলাইটে সেই রিজওয়ান।

এবার মাঠ কিংবা হাসপাতালের ছবি নয়, রিজওয়ানের বুক লেপ্টে থাকা বালিশ নিয়ে মানুষের কৌতুহল। দুবাই থেকে পাকিস্তান টিমের বাংলাদেশে আসার পথে দেখা যায়, ধবধবে একটি সাদা বালিশ রিজওয়ানের হাতে।

এমন ভঙ্গিতে বালিশটি ধরে রেখেছেন, যেন এক মুহূর্তের জন্যও সেটি হাতছাড়া করতে রাজি নন তিনি। বালিশ হাতে তার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

সবার প্রশ্ন, বালিশ নিয়ে কেন ঘুরছেন রিজওয়ান, বালিশের সঙ্গে তার সম্পর্কটাই বা কী? মানুষের কৌতুহলের জবাবে পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, রিজওয়ানের বালিশ বহনের ঘটনা নতুন কিছু নয়।

শুধু বাংলাদেশ সফরেই নয়, এর আগে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজের প্রিয় বালিশ সঙ্গে করে নিয়ে গেছেন রিজওয়ান।

এছাড়া পাকিস্তান ক্রিকেট টিম সূত্রে জানা গেছে, রিজওয়ানের সব জায়গায় বালিশ নিয়ে ঘুরেবেড়ানোর কারণ হলো, সে অন্য কোনো বালিশে স্বস্তিতে ঘুমাতে পারে না। এ জিনিসটা তার জন্য নতুন কিছু নয়। এমনকি দেশের মধ্যে খেলা হলেও সে সঙ্গে নিজের বালিশ নিয়ে যায়।

Check Also

প্রতি সেকেন্ডে ৫৭০ টাকা আয় করেন রোনালদো

কত ঘাত প্রতিঘাতই সইতে হলো তাকে। কতই না অপমান মুখ বুজে মেনে নিতে হয়েছে সর্বকালের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *