এবার মেয়েদের আইপিএলে সালমা খাতুন ও জাহানারা আলমেরে পর নাম লিখলেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। নারীদের আইপিএল নামে পরিচিত




উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের গত আসরে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন দুই জন। তবে এবার আগ্রহের তালিকায় নেই জাহানারা। আগের আসরে




খেলা সালমা খাতুনকেই প্রথমে চেয়েছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। পরে আগ্রহের তালিকায় যোগ হয়েছেন ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।




এ দুজনকে অনুমতি দিচ্ছে বিসিবি, বিষয়টি বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজ প্রোটালকে নিশ্চিত করেছেন বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল ইসলাম চৌধুরী নাদেল।




এ ব্যাপারে শফিউল ইসলাম চৌধুরী নাদেল বলেছেন, ‘প্রথমে শুধু সালমার ব্যাপারে আগ্রহ দেখিয়ে যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। তবে এখন তারা আবার সুপ্তাকে চেয়েছে।




আমরা দুজনকেই ইতোমধ্যে অনাপত্তিপত্র দিয়ে দিয়েছি। এখন তারা কে কোন দলে খেলবে এটা বিসিসিআই ঠিক করবে। ’ প্রসঙ্গত, চলতি মাসেই পুনেতে বসছে এবারের উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ২৩ থেকে ২৮ মে মাঠে গড়াবে এবারের আসর।