পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ২০২২-২৩ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করার আগে চুক্তির আওতায় থাকা ক্রিকেটারদের বেতন ২০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।




এতে সম্মতি আছে হেড কোচ সাকলাইন মুশতাকেরও। খবর-ক্রিকেট পাকিস্তানের। কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করার কাজ যখন চলমান তখন বাবর আজম ও সাকলাইন মুশতাকের সঙ্গে মিটিং করেছিল বোর্ড।




সেই মিটিংয়েই তারা পারিশ্রমিক বাড়ানোর দাবি তোলেন। বাবর ও মুশতাকের যুক্তি, পারিশ্রমিক বাড়ালে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে। প্রত্যাশা পূরণ হওয়ায় তারা আরও ভালো পারফরম্যান্স করবে।




এর পরিপ্রেক্ষিতে পিসিবি এখনো কিছু না জানালেও মনে করা হচ্ছে বাবর-মুশতাকের দাবি বিবেচনায় নেবে বোর্ড। পিসিবির মিটিংয়ের পর আরও একটি বিষয় সামনে এসেছে।




এবারের চুক্তিতে নাকি ফিরতে পারেন কাউন্টি মাতানো শান মাসুদ। গত বছর তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি পিসিবি। প্রসঙ্গত, কাউন্টি চ্যাম্পিয়নশিপের




এবারের আসরে ডার্বিশায়ারের হয়ে ৫ ম্যাচ খেলেছেন মাসুদ। তাতে ২ ডাবল সেঞ্চুরিসহ তার ব্যাট থেকে এসেছে ৭১৩ রান। এখন পর্যন্ত তিনি আসরের ৩য় সর্বোচ্চ রানসংগ্রাহক।