সাম্প্রতিক সময়ে সব পণ্যের মূল্যই বাড়ছে। এর মধ্যে রসুনের দাম যে গতিতে বেড়েছে, সেটা প্রায় অবিশ্বাস্য। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে ৪০ টাকা কেজির রসুন হয়ে গেছে ১২০ টাকা!




কোনো কোনো খুচরা বিক্রেতা ১৩০ টাকায়ও এক কেজি রসুন বিক্রি করছেন। সরকারি হিসাবেও রসুনের দাম বেড়েছে বিদ্যুৎ গতিতে। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ




(টিসিবি) জানিয়েছে, গত এক মাসে প্রতিকেজি রসুনের দাম বেড়েছে ৬৭ শতাংশ। আর আমদানি করা তথা বিদেশি রসুনের ক্ষেত্রে এই সময়ের মধ্যে দাম বেড়েছে ৫৬ শতাংশ।




খুব বেশি না হলে বাজারে বেড়েছে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে ৪০ টাকার কেজির পেঁয়াজ হয়েছে ৫০ টাকা। ডিমের দাম বাড়তে বাড়তে আকাশ ছুঁয়েছে।




ডজন বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। সবজির দাম ভীষণ চড়া। গরুর মাংস শেষ পর্যন্ত গিয়ে ৭০০ টাকায় ঠেকেছে। কোনো কোনো ব্যবসায়ী ৭২০ টাকাও বিক্রি করছেন।
খবরটির তথ্যসূত্রঃ 24livenewspaper.com