"zone name","placement name","placement id","code (direct link)" dailyde.com,SocialBar_1,18124462,""
Home / Today News / বিশ্বের সপ্তম ওপেনার ব্যাটসম্যান হিসেবে শচীন-জয়সুরিয়াদের সাথে ইতিহাসের পাতায় তামিম ইকবাল।

বিশ্বের সপ্তম ওপেনার ব্যাটসম্যান হিসেবে শচীন-জয়সুরিয়াদের সাথে ইতিহাসের পাতায় তামিম ইকবাল।

নিঃসন্দেহে মাশরাফি বিন মুর্তজার যোগ্য উত্তরসূরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তামিম ইকবাল। মাশরাফি বিন মর্তুজার পর বাংলাদেশের দ্বিতীয় অধিনায়ক হিসেবে পরপর পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জয়লাভ করেছে তামিম ইকবালের দল।

যে কারণে অনেকেই তামিমকে মাশরাফি বিন মুর্তজার পর বাংলাদেশের সেরা অধিনায়ক হিসেবেই মনে করছেন। তবে তামিম পৌঁছে গেছেন অন্য উচ্চতায়। অধিনায়কের দায়িত্বের পাশাপাশি ব্যাট হাতে দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল।

তাইতো বিশ্বের সপ্তম ওপেনার ব্যাটসম্যান হিসেবে ইতিহাসের পাতায় নিজের নাম লেখিয়েছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ১০০০০ বল খেলার মাইল ফলক স্পর্শ করেছেন তামিম।

গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ৬২ বলে সাতটি বাউন্ডারি হাঁকিয়ে ৫০ রান করে অপরাজিত ছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক।

আর এই ৬২ বল খেলে বিশ্বের সপ্তম ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১০০৫০ বল মোকাবেলা করেছেন তামিম ইকবাল। ওয়ানডে ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি বল মোকাবেলা করেছেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনি মোকাবেলা করেছেন ১৭৩৮৮ বল। দ্বিতীয় স্থানে থাকা সাবেক লঙ্কান ওপেনার শ্রীনাথ জয়সুরিয়া মোকাবেলা করেছেন ১৩৭৭৫ বল।

তৃতীয় স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সাবেক ওপেনার ডেসমন্ড হেইনস মোকাবেলা করেছেন ১৩৭০৭ বল। চতুর্থ স্থানে থাকা ভারতের সাবেক অধিনায়ক বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী খেলেছেন ১২৪২৮ বল।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল খেলেছেন ১১৫৬৪ বল। এছাড়াও পাকিস্তানের সাবেক ওপেনার সাইদ আনোয়ার খেলেছেন ১০২০৩ বল। তবে উপরের সবাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনো খেলা চালিয়ে যাচ্ছেন তামিম ইকবাল।

Check Also

‘অপারেশন হলান্ড’ নিয়ে মাঠে নামছে রিয়াল

ইউরোপীয় মঞ্চে কোনো ফুটবলার দাপট দেখিয়ে বেড়াবেন আর রিয়াল মাদ্রিদ তাঁর দিকে হাত বাড়াবে না, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *