



জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করে দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল এবং লিটন দাস। ওপেনিং জুটিতে ১১৯ রানের পার্টনারশিপ গড়ে তোলেন তামিম ইকবাল এবং লিটন দাস।




ওয়ানডে ক্রিকেটে নিজের ৫৪ তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে ৬৪ রানে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তার বিদায়ের কিছুক্ষণ পরেই নিজের ফিফটি পূর্ণ করেছেন আরেক ওপেনার লিটন কুমার দাস। হাফ সেঞ্চুরি তুলে নিয়ে হাত খুলে খেলছিলেন লিটন দাস।




কিন্তু মাংসপেশীতে টান পড়ায় শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হয় তাকে। লিটন ৮৯ বলে ৮১ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন। তবে দীর্ঘদিন পর ক্রিকেটে সুযোগ পেয়ে নিজেকে মেলে ধরেছেন এনামুল হক বিজয়।




২০১৪ সালের পর ওয়ানডে ক্রিকেটে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ৪৭ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।




বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।