"zone name","placement name","placement id","code (direct link)" dailyde.com,SocialBar_1,18124462,""
Home / Breaking News / জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাধিক চমক নিয়ে ভারতের বিপক্ষে ২৩ নভেম্বর দল ঘোষণা করবে বিসিবি

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাধিক চমক নিয়ে ভারতের বিপক্ষে ২৩ নভেম্বর দল ঘোষণা করবে বিসিবি

আইসিসির বৈশ্বিক ইভেন্ট ছাড়া বাংলাদেশ ক্রিকেটের জন্য সবচেয়ে বড় দ্বিপাক্ষির সিরিজ হিসেবে ধরা হয় বাংলাদেশ-ভারত সিরিজ। সাত বছর পর আবারও বাংলাদেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে আসছে ভারত। তাইতো এই সিরিজকে নিয়ে শুরু হয়েছে টানটান উত্তেজনা।

বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ এই সিরিজে দল ঘোষণা হবে একটু ভেবেচিন্তেই। জানা গেছে আগামী ২২ অথবা ২৩ নভেম্বর ঘোষণা করা হতে পারে দল। যদিও আগে একটি সূত্র হতে জানা গিয়েছিল ১৮ নভেম্বরের মধ্যে দল ঘোষণা করতে পারে বিসিবি।

তবে ভারত তাদের সেরা দল ঘোষণা করায় বাংলাদেশও ভেবেচিন্তে এই দল গঠন করতে যাচ্ছে। যে কারণে আগামী ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লীগের ওয়ানডে ফরম্যাট। এই টুর্নামেন্টের দুই রাউন্ড দেখেই দল ঘোষণা করবে বিসিবি।

২০ নভেম্বর বিকেএসপিতে শুরু হবে এবারের বিসিএলের ওয়ানডে আসর। দ্বিতীয় রাাউন্ড শেষ হবে ২২ নভেম্বর। ৪ দলের এই আসরের রাউন্ড রবিন লিগের সব কটা ম্যাচই বিকেএসপির ২ নম্বর মাঠে অনুষ্ঠিত হবে। অর্থ্যাৎ, দুদিনে ৪টি ম্যাচ দেখে ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা, ফিটনেস, ফর্ম নিজ চোখে দেখে তবে দল সাজাতে চান নির্বাচকরা।

সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তাইতো ভারতের বিপক্ষে বাংলাদেশের দলে আসতে পারে একাধিক পরিবর্তন। সেই সাথে আগামী ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দল তৈরি করছে বিসিবি। তাই বিশ্বকাপে থাকা সম্ভাব্য ক্রিকেটারদেরকে এই সুযোগ দেয়া হতে পারে ওয়ানডে দলে।

Check Also

‘অপারেশন হলান্ড’ নিয়ে মাঠে নামছে রিয়াল

ইউরোপীয় মঞ্চে কোনো ফুটবলার দাপট দেখিয়ে বেড়াবেন আর রিয়াল মাদ্রিদ তাঁর দিকে হাত বাড়াবে না, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *