



ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর বারোটায়। সর্বশেষে ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত।




সেই সিরিজে ভারতের বিপক্ষে দুই-এক ব্যবধানে সিরিজ জয়লাভ করেছিল বাংলাদেশ। দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ সরাসরি দেখা যাবে একাধিক টিভি চ্যানেল।




দুই দেশীয় টিভি চ্যানেল গাজী টিভি (জিটিভি) এবং টি-স্পোর্টস ছাড়াও সরাসরি দেখা যাবে সনি স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও অনলাইন প্লাটফর্ম rabbitholebd.com-এ দেখা যাবে খেলা।




বাংলাদেশ ওয়ানডের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, রজত পতিদার, শ্রেয়াস আইয়ার, রাহুল ত্রিপাঠি, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ইশান কিশান (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, অক্ষর প্যাটেল , ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহম্মদ সিরাজ, দীপক চাহার, কুলদীপ সেন।




বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, শরিফুল ইসলাম।