"zone name","placement name","placement id","code (direct link)" dailyde.com,SocialBar_1,18124462,""
Home / Sports News / ভারত আমাদের আর সহজভাবে দেখে না, প্রতিপক্ষ হিসেবেই দেখে: লিটন

ভারত আমাদের আর সহজভাবে দেখে না, প্রতিপক্ষ হিসেবেই দেখে: লিটন

২০১৫ সালে ভারতকে ঘরের মাঠে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ দল। ৭ বছর বাদে ফের ঢাকায় টিম ইন্ডিয়া। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে রোববার মাঠে নামবে বাংলাদেশ দল। এর আগে অধিনায়ক হয়ে প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসেন লিটন দাস। এসময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে লিটন জানালেন, ভারত এখন আর বাংলাদেশকে আন্ডারডগ মনে করে না।

শেরে-ই বাংলার প্রেস কনফারেন্স রুমে লিটন বললেন, ‘আমার মনে হয় তারা খুব ভালো দল। তারা এখন আর আমাদের আন্ডারডগ মনে করে না। আমরা এটা নিয়ে অনেক রোমাঞ্চিত। কারণ ভারত ভালো দল। আমরা সবাই জানি যদি ভালো ক্রিকেট খেলি এখানে তাহলে সম্মান বা সবকিছুই পাওয়া যাবে, এটাই মূল বিষয়।’

ভারতের ব্যাটিং-লাইন আপ সবসময়ের জন্যই অবিশ্বাস্য। সবশেষ এশিয়া কাপেও ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন বিরাট কোহলি। এছাড়া লোকেশ রাহুল কিংবা শেখর ধাওয়ান সবাই রয়েছেন রানের মধ্যেই। তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দলের বোলারদের নিয়ে অবশ্য আত্মবিশ্বাসী।

এ নিয়ে লিটন জানালেন, ‘ওদের ব্যাটিং লাইন আপটা ভালো। শুধু কোহলি না, রোহিত-ধাওয়ান, রাহুল যারা আছে। তবে আমরা আত্মবিশ্বাসী আমাদের বোলারদের নিয়ে। আমরা চাইছি ভালো কিছু করতে।’

রোববার ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর মিরপুরেই বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ম্যাচ ১০ ডিসেম্বর, চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট ১৪ ও ২২ ডিসেম্বর শুরু। প্রথমটি চট্টগ্রামে, দ্বিতীয়টি ঢাকায়।

Check Also

‘অপারেশন হলান্ড’ নিয়ে মাঠে নামছে রিয়াল

ইউরোপীয় মঞ্চে কোনো ফুটবলার দাপট দেখিয়ে বেড়াবেন আর রিয়াল মাদ্রিদ তাঁর দিকে হাত বাড়াবে না, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *