"zone name","placement name","placement id","code (direct link)" dailyde.com,SocialBar_1,18124462,""
Home / Today News / সবাইকে ছাপিয়ে নিজের পাওনা বুঝে নিল এমবাপ্পে

সবাইকে ছাপিয়ে নিজের পাওনা বুঝে নিল এমবাপ্পে

চেলসির হয়ে সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ভেসলে ফোফানা। প্রথমবার ফ্রান্স দলে জায়গা করে নিলেন ২২ বছর বয়সী এই সেন্টার-ব্যাক।

২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বৃহস্পতিবার ২৩ সদস্যের দল দিয়েছেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।

দলে নতুন মুখ আছেন আরও দুইজন। নিসের মিডফিল্ডার কিফহেন থুরাম ও লসের গোলরক্ষক ব্রিস সাম্বা। ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ জয়ী দলের সদস্য লিলিয়ান থুরামের ছেলে কিফহেন থুরাম।

তার ভাই মার্কাস থুরামও আছেন দলে, যিনি খেলেছেন কাতার বিশ্বকাপে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ফ্রান্স। বৈশ্বিক আসরের পর এই প্রথম দল ঘোষণা করলেন দেশম।

এতে পরিবর্তন আনেননি খুব একটা। এদিকে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান অধিনায়ক ও গোলরক্ষক উগো লরিস। আসছে দুই ম্যাচের দল ঘোষণার পর দেশম জানান,

নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। আগামী ২৪ মার্চ ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাই শুরু করবে ফ্রান্স। এরপর ২৭ মার্চ তারা খেলবে আয়ারল্যান্ডের মাঠে।

Check Also

‘অপারেশন হলান্ড’ নিয়ে মাঠে নামছে রিয়াল

ইউরোপীয় মঞ্চে কোনো ফুটবলার দাপট দেখিয়ে বেড়াবেন আর রিয়াল মাদ্রিদ তাঁর দিকে হাত বাড়াবে না, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *