লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার জন্য আগ্রহী পিএসজি। ক্লাবটি মেসির কাছে ইতিমধ্যে এক বছরের চুক্তির অফার পাঠিয়েছে। কিন্তু মেসি এখনও সম্মতি দেয়নি।




পিএসজির সঙ্গে মেসির বর্তমান যে চুক্তি রয়েছে সেটা শেষ হবে আগামী জুনে। পিএসজি তাই চাচ্ছে মেসির সঙ্গে চুক্তি নবায়ন করতে। কিন্তু মেসি ভাবছে অন্যকিছু।




গুঞ্জন শোনা যাচ্ছে, মেসি নতুন চুক্তিতে বেশ কিছু দাবী জানিয়েছে পিএসজির কাছে। বেতন ভাতার সঙ্গে দল কেমন হবে আগামী মৌসুমে সেটাও জানতে চেয়েছে সে।




আর এসব নিয়েই দুই পক্ষের মধ্যে দরদাম চলছে। তবে কিছু গনমাধ্যম দাবী করেছে, মেসির বার্সালোনাতেও ফেরার সম্ভাবনা রয়েছে। আর বার্সালোনা থেকে অফার আসে




কিনা সেটা দেখার জন্যই মেসি অপেক্ষা করছে। মেসি চুক্তি নবায়নে সময় নিতে চাচ্ছেন বার্সার জন্যই। যদি বার্সা তাকে অফার করে, তাহলে সে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবে না।




মেসির চুক্তি নবায়ন নিয়ে পিএসজি কোচ গালটিয়ের কি ভাবছেন? পিএসজি কোচ বলেন, “এখনই মেসির ভবিষ্যত নিয়ে কথা বলা তারাতারিই হয়ে যাবে। সে, বোর্ড এবং সভাপতি অনেক আলোচনা করেছে। আমি ইতিমধ্যে বলেছি যে, তার থাকা সবার জন্যই ইতিবাচক খবর হবে।”