



ধ র্ষণ ও হ ত্যাচে ষ্টার অ ভিযোগে চলচ্চিত্র নায়িকা পরীমণির মা মলা দায়েরের পর এজাহারভুক্ত ১ নম্বর আসামি নাসির উদ্দিন মাহমুদকে গ্রে ফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। সোমবার (১৪ জুন) রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রে ফতার করা হয়।




গ্রে ফতারের আগে নাসির উদ্দিন দাবি করেন, দামি মদ নিতে না দেওয়ায় তাকে অ ভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, ‘ঘটনার রাতে বোট ক্লাবে ম দ্যপ অবস্থায় ঢুকে পরীমণিসহ কয়েকজন।




এসময় তাদের সঙ্গে থাকা এক ছেলে উচ্ছৃঙ্খল আ চরণ করেছিল। আর তারা যখন রাতে ক্লাবে প্রবেশ করে তখন সি কিউরিটি অফিসাররাও ছিলেন না।’




নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘ঘটনার রাতে আমি উপস্থিত ছিলাম। আমি বোট ক্লাবের একজন পরিচালক। আমি যখন রাতে বের হয়ে যাচ্ছিলাম তখন পরীমণিসহ কয়েকজন ক্লা বের ভেতরে ঢুকে। যারা এসেছিল সবাই ম দ্যপান অবস্থায় ছিল।’




‘আমি ক মপ্লিটলি ভি কটিমা ইজড’ উল্লেখ করে নাসির উদ্দিন আরও বলেন, ‘ক্লাবের ভেতরে ঢুকেই বারের রি সিপশনে চলে যায় তারা। সেখানে দামি ম দ ছিল। সেসব দামি দামি ম দ তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।’




আপনার বি রুদ্ধেই কেন অ ভিযোগ প রীমণির-এর ব্যাখ্যা দিতে গিয়ে নাসির উদ্দিন বলেন, ‘তারা ড্রি ঙ্কস নিয়ে যেতে চেয়েছিল। তারা নিয়ে যেতে পারেনি। এই ক্ষোভ থেকেই আমাকে অ ভিযুক্ত করা হয়েছে বলে আমার ধারণা।’